আঁখি জলে ভাসি-২
লিখেছেন লিখেছেন Saidul Karim ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪০:০৫ দুপুর
আকাশে খন্ড খন্ড মেঘের আনাঘোনা।মেঘের আড়ালে লুকুচুরি খেলে ঘুমন্ত পৃথিবীকে চাঁদ পাহারা দিচ্ছে।পাখ-পাখালীরা বিভোর স্বপ্নের রাজ্যে।এই চাঁদ অসীম কালের সাক্ষী,বিরহীর প্রিয় স্বজন।নিশিতে ফুটা পুষ্প,হাসনাহেনার ঘ্রাণ চাঁদের স্নিগ্ধ ঝোসনাকে আরোবেশি মাননসই করেছে।এই ঘ্রাণ আমাকে বিমোহিত করে অজানা এক আবেশে;হারিয়ে যায় স্মৃতির নিবিড় সীমানার অন্দর মহলে।
দাখিল পরিক্ষার কোচিং শুরু হয়েছে।টানা পাঁচ ঘন্টা ক্লাস,মধ্যখানে জোহরের নামায ও হালকা নাস্তা; তারপর কোচিং শুরু।ছাত্রীদের অনেকে আগেভাগে উপস্থিত;বাকীরা কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হবে।শুনেছি,আজ তাদের কেউ হট-টিপিনে করে খাবার আনেনি।কেন আনবে? দস্যু প্রকৃতির কতিপয় ছাত্র ক্লাসের ফাঁকে তাদের খাবারগুলো আজীজ ভায়ের দোকানে বসে মজা করে যে খেয়ে ফেলে! আমি কিন্তু আবার এ সবে থাকিনা,জাস্ট খাওয়ার সময় রান্না কেমন হয়েছে দেখি! এখন মনটা ভালো যাচ্ছেনা।ছাত্রীদের টিপিন না আনা মানে আমাদের জন্য মান্না-ছলওয়া বন্ধ! যাক,তাই বলে কি না হেসে থাকব। নিজেরা চুরি করে লেজ কেটেছি বাকীদের লেজ থাকার দরকার কি! প্লান মাফিক ঘোষিত হল-এখন একটা নির্বাচন হবে আর প্রার্থী হবে ছাত্রীদের থেকে।ছাত্রীদের একজন বলে,তোমাদের থেকে কেন প্রার্থী হবেনা? আমরা মুচকি হাসি।বিড়াল কে মাছ পাহারার দায়িত্ব দিলে মাছ যদি কমে না যায় বুঝতে হবে মাছে ফর্মালিন আছে! ভোট হলো।কেউ পেল দুইটি কেউ বা তিনটি কিন্তু,তানিয়া পেল নয়টি।ফলাফল ঘোষনা করলাম আমি- আজ থেকে আমাদের ক্লাসের বাকী সময়ের জন্য কিপটামীর সভাপতি নির্বাচিত হলেন;তানিয়া সুলতানা সেজু! আমরা আবার হাসি, একেবারে অট্টহাসি! আমাদের হাসি মুখের এ পাশ থেকে ও পাশ ছড়িয়ে যায়।হাসতে পারেনা তানিয়া ও তার সাথীরা।তার মাঝে দেখতে পায় সমাজের প্রতিচ্ছবি।ভাবি,তুদের মত আটকপালেরাই ফাঁদে পা দেয়। সে আজ আর নেই। বিয়ে হয়ে গেছে দু'বছর আগে।মনে হয়,মেয়েদের জন্ম হয় বিয়ের জন্য!তার মত নেই অনেকে।এখন আর সেই চঞ্চল,নাদুস-নুদুস কামিলা জাহান মিশুর সাথে কারো ঝগড়া হয়না।হয়না দু'চারজন মিলে "টুইন্যার" দোকানের পিঁপড়া মিশ্রিত ছনামুড়ি খাওয়া।
বাস্তবতার তাকিদে আমরা আজ অনেক দূরে।ভাবার সময় নাই দীর্ঘ পথ চলা সেই সহপাঠিদের নিয়ে।শাহেনা,ডালিয়া,মুনিয়া ও সেলি হয়তো শুনতে পাচ্ছে পৃথিবীর সুন্দরতম ডাক 'মা'।নেছার,হামিদ,দেলোয়ার,শাহেদ,কাশেম কেউ পাশে নেই।সিরাজ চলে গেছে মধ্যপ্রাচ্যের স্বর্গ,সৌদি আরবে।সে মাঝে মাঝে মোবাইলে কথা বলে,জানতে চাই কেমন আছি। তেমনি কথা হয় আমার হবু শাশুড়ী তথা আসমা,তানমিন ও সামিরার সাথে।জুনাইদ আর আমি আছি আগের মত, অনেকটা পাশাপাশি।
আগের পর্ব: http://www.bdfirst.net/blog/blogdetail/detail/11163/Saidul%20Karim/72784#.Vnu-zzN-6zM
বিষয়: সাহিত্য
৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন